ঐক্যের শপথে জাগল ফরিদপুরের আলফাডাঙ্গা: ইউএনও'র ডাকে শপথ নিলেন হাজারো মানুষ

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 26, 2025 - 18:07
Jul 26, 2025 - 22:20
 0  26
ঐক্যের শপথে জাগল ফরিদপুরের আলফাডাঙ্গা: ইউএনও'র ডাকে শপথ নিলেন হাজারো মানুষ

এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হলো ফরিদপুরের আলফাডাঙ্গা। রাজনৈতিক ভেদাভেদ ভুলে, কাঁধে কাঁধ মিলিয়ে হাজারো মানুষ দুই হাত সামনে বাড়িয়ে দৃপ্ত কণ্ঠে শপথ নিলেন নতুন এক বাংলাদেশ গড়ার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালের উচ্চারিত প্রতিটি শব্দের সাথে কণ্ঠ মিলিয়ে তারা অঙ্গীকার করলেন— "আজ শপথ করছি, অন্যায়, দুর্নীতি, বৈষম্য, নারী-শিশু নির্যাতন আর দারিদ্র্যের অপমান থেকে মুক্ত করব আমাদের এই মাতৃভূমিকে।"

শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠন’ শীর্ষক এই অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এই আয়োজনে সরকারি কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, মানবাধিকার কর্মী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানটি রাজনৈতিক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে। ইউএনও'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় একই মঞ্চে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)কে এম রায়হানুর রহমান,ওসি মো. শাহ্ জালাল আলম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা  ঝুমুর সরকার,উপজেলা  মহিলা বিষয়য়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আব্দুল মান্নান আব্বাস, পৌর বিএনপির আহ্বায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান  খোকন, বিএনপির নেতা এডভোকেট হেমায়েত হোসেন, আলফাডাঙ্গা শাখার এনসিপি 'র প্রধান সমন্বয়ক  মাওলানা তামিম আহমেদ মিলন,জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল হোসেন ও সম্পাদক এস এম হাফিজুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মো. শরিফুল ইসলাম। তাদের সকলের কণ্ঠেই ছিল নতুন সমাজ বিনির্মাণের সুর।

শপথ গ্রহণকালে ইউএনও রাসেল ইকবাল বলেন, "এটি শুধু একটি রাষ্ট্রীয় কর্তব্য নয়, বরং একটি মানবিক ও নৈতিক আহ্বান। একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার। সরকার মানে আমি, আর রাষ্ট্র মানে আমরা।" তাঁর নেতৃত্বে উপস্থিত সকলে নারী-শিশুর নিরাপদ বিচরণ নিশ্চিত করা, সহিংসতা দূর করা এবং সকল নাগরিককে সামাজিক সুরক্ষার চাদরে নিয়ে আসার শপথ গ্রহণ করেন। এই আয়োজন প্রমাণ করে, দেশের কল্যাণে সকলেই এক ও ঐক্যবদ্ধ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow