প্রবাসী ভাইকে দেখতে এসে খুন হলেন সাবেক ছাত্রলীগ নেতা

নরসিংদীর সদর উপজেলায় প্রবাস ফেরত বড় ভাইকে দেখতে এসে কুপিয়ে খুন হয়েছেন স্থানীয় এক সাবেক ছাত্রলীগ নেতা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের গাবতলী এলাকায়। নিহত আমির হোসেন সরকার (৩০) ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য ছিলেন। তিনি আলোকবালী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে।
নিহতের ছোট ভাই সোহরাব মিয়া বলেন, “আমার ভাই আমির ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। সোমবার রাতে নয় বছর পর বড় ভাই রফিকুল ইসলাম মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। বিমানবন্দর থেকে ভাইকে আনতে গিয়ে আমিরও বাসায় ফিরে আসেন।”
তিনি আরও জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির কাছে তাদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। “স্থানীয় বিএনপি নেতা জব্বার, তারা মিয়া (২৮), আমিরুল (২৬), আলী (২৫), জিহাদ (২২), খোকন মিয়া (২৬) সহ আরও ১০-১২ জন এ হামলায় অংশ নেয়।”
আহত অবস্থায় স্পিডবোটে করে আমিরকে সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে নদীতে কচুরিপানার কারণে বিলম্ব হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে বলে জানিয়েছে পরিবার।
নরসিংদী সদর থানার ওসি মো. এমদাদুল হক বলেন, “আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা জব্বারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
What's Your Reaction?






