সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Jan 13, 2026 - 15:53
Jan 14, 2026 - 03:18
 0  0

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর দিকনির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। এর অংশ হিসেবে সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

‎এরই ধারাবাহিকতায় গত ১২ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ লক্ষীপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২০০২/৫-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার লক্ষীপুর এলাকায় একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১,৭৮০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫,৪১,০০০ (পাঁচ লক্ষ একচল্লিশ হাজার) টাকা।

‎এছাড়াও গত ১১ ও ১২ জানুয়ারি সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ সিংগারবিল বিওপির টহলদল বিজয়নগর উপজেলার কাশিনগর ও নোয়াবাদী এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮০ কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ২,৮০,০০০ (দুই লক্ষ আশি হাজার) টাকা।

‎অন্যদিকে, ১৩ জানুয়ারি ভোর আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। 

‎এ সময় ৭,২৩৭ পিস ভারতীয় চকলেট, ৬৬৪ পিস কসমেটিকস সামগ্রী ও ৯২ প্যাকেট বিস্কুট জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব ভারতীয় চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮,৭১,২৬০ (আট লক্ষ একাত্তর হাজার দুইশত ষাট) টাকা। জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

‎উল্লেখ্য, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক পরিচালিত এসব অভিযানে সর্বমোট ১৬,৯২,২৬০ (ষোল লক্ষ বিরানব্বই হাজার দুইশত ষাট) টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

‎উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow