সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর দিকনির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। এর অংশ হিসেবে সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ১২ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ লক্ষীপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২০০২/৫-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার লক্ষীপুর এলাকায় একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১,৭৮০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫,৪১,০০০ (পাঁচ লক্ষ একচল্লিশ হাজার) টাকা।
এছাড়াও গত ১১ ও ১২ জানুয়ারি সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ সিংগারবিল বিওপির টহলদল বিজয়নগর উপজেলার কাশিনগর ও নোয়াবাদী এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮০ কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ২,৮০,০০০ (দুই লক্ষ আশি হাজার) টাকা।
অন্যদিকে, ১৩ জানুয়ারি ভোর আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় ৭,২৩৭ পিস ভারতীয় চকলেট, ৬৬৪ পিস কসমেটিকস সামগ্রী ও ৯২ প্যাকেট বিস্কুট জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব ভারতীয় চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮,৭১,২৬০ (আট লক্ষ একাত্তর হাজার দুইশত ষাট) টাকা। জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক পরিচালিত এসব অভিযানে সর্বমোট ১৬,৯২,২৬০ (ষোল লক্ষ বিরানব্বই হাজার দুইশত ষাট) টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অব্যাহত রয়েছে।
What's Your Reaction?
মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ