আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

মো: মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি
Jan 2, 2026 - 08:37
 0  1
আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়ায় ঐতিহ্যবাহী আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের নিজস্ব হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম-এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সরদার হারুন রানা। 

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, কে এম আজাদ রহমান ও অপূর্ব লাল সরকার। এছাড়াও আলোচনায় অংশ নেন ক্লাবের বর্তমান সহ-সভাপতি মো. রিপন বিশ্বাস, সাধারণ সম্পাদক এফ এম নাজমুল রিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক পলাশ দত্ত, তথ্য ও প্রচার সম্পাদক মৃদুল দাস এবং সাংবাদিক বরুণ কুমার বাড়ৈসহ সাধারণ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় ক্লাবের প্রতিষ্ঠাতা সরদার হারুন রানা প্রেসক্লাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “যারা প্রেসক্লাবের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হবে, সকল সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে।”

আলোচনা সভায় বক্তারা পেশাদারিত্ব বজায় রেখে ক্লাবের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, কোনো সদস্য যদি প্রেসক্লাবের সম্মান ক্ষুণ্ন করেন কিংবা ক্লাববিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হন, তবে সকল সদস্য ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভা শেষে প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow