ওসমান হাদি গুলিবিদ্ধ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় তার ওপর এ হামলা হয়।
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজি জানান, গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে। চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন বলে জানা গেছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, হাদির মতো তাদের জীবনও ঝুঁকির মুখে। ‘আমাদেরও টার্গেট করা হতে পারে, তবুও আমরা জীবন দিয়ে গণতন্ত্রের পক্ষে লড়াই চালিয়ে যাব।’
ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “আমরা শুনেছি বিজয়নগরে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। টিম নিশ্চিত করলে বিস্তারিত জানানো হবে।”
এর আগে গত নভেম্বর মাসে দেশি-বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন ওসমান হাদি। ১৪ নভেম্বর নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, তাকে হত্যা, তার বাড়িতে আগুন দেওয়া এবং তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে।
পোস্টে তিনি আরও লিখেছিলেন, “গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও বার্তা পাঠিয়েছে। তারা বলেছে—আমাকে নজরদারিতে রাখা হয়েছে, আমাকে হত্যা করা হবে, আমার পরিবারের নারীদের ওপর নির্যাতন চালানো হবে।”
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ