ফরিদপুরে মিরান শেখ হত্যা মামলার প্রধান আসামি তন্ময় শেখ গ্রেফতার
ফরিদপুরে মিরান শেখ হত্যা মামলার প্রধান আসামি মো. তন্ময় শেখ (৩০)–কে গ্রেফতার করেছে র্যাব-১০। র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দলের সদস্যরা বুধবার রাত সাড়ে ৭টার দিকে কোতয়ালী থানার গেরদা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জয়নালের মোড় এলাকা থেকে তাকে আটক করে।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যবসায়িক বিরোধের জেরে গত ২৪ জানুয়ারি রাত অনুমান ১২টা ২৫ মিনিটে মিরান খান (৩৮)–কে কৌশলে গদাধরডাঙ্গী নদীর ওপারের সাইনবোর্ড গুচ্ছগ্রামে ডেকে নেয় তন্ময় শেখ ও তার সহযোগীরা। সেখানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিরানের ওপর অতর্কিত হামলা চালানো হয়। তন্ময়ের নির্দেশে সহযোগীরা তাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে মিরান খান মাটিতে পড়ে গেলে আসামি তন্ময় শেখ হাতে থাকা কাটা চামচ দিয়ে তার দুই চোখ উঠিয়ে নেয়। এরপর তাকে হাত বেঁধে বিবস্ত্র অবস্থায় সাইনবোর্ড গুচ্ছগ্রাম মসজিদের মাঠে ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা মিরানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা ৫ ফেব্রুয়ারি কোতয়ালী থানায় হত্যা মামলা (নং–১৪, ধারা–৩০২/৩৪, পেনাল কোড ১৮৬০) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি গ্রেফতারে র্যাব–১০-এর কাছে অধিযাচনপত্র প্রেরণ করেন।
পরে র্যাব-১০-এর আভিযানিক দল বুধবার রাতে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. তন্ময় শেখকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তন্ময় শেখ পূর্ব আলিয়াবাদ এলাকার ওমর শেখের ছেলে।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ