ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Dec 1, 2025 - 18:41
 0  6
ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মী সমাবেশ। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ সমাবেশের আয়োজন করা হয়েছিল।

সমাবেশের সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আরমান হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক আবজাল হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, মহানগর আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ এবং বিশিষ্ট রাজনীতি ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ। জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ জেলা ও মহানগর যুবদলের নেতা-কর্মীবৃন্দও উপস্থিত ছিলেন।

কর্মীসভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও উল্লেখ করেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বাধাগ্রস্ত করার জন্য নানা প্রচেষ্টা চলছে। বক্তারা ফরিদপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তবে আমাদের কেউ হারাতে পারবে না।

সমাবেশের শেষ পর্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow