নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অধিপরামর্শ সভা
স্থানীয় পর্যায়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর সমন্বয় গড়ে তুলতে নোয়াখালীর সুবর্ণচরে এক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ) এর আয়োজনে ইউএনএফপিএ ও অ্যাকশনএইডের সহযোগিতায় রোববার বিকেলে হাতিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সমন্বিত কৌশল তৈরির পাশাপাশি দুর্যোগকালীন সময়ে নারীদের নিরাপত্তা, সেবা নিশ্চিতকরণ এবং রেফারেল পাথওয়ে উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এতে মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, প্রশাসন, শিক্ষক, কাজীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় চর জব্বার থানার নারী, শিশু ও প্রতিবন্ধী সহায়তা ডেস্কের দায়িত্বপ্রাপ্ত সাব ইন্সপেক্টর আব্দুল মোমিত শুভ বলেন, “স্থানীয় সালিশে অনেক অভিযোগ ঠিকভাবে গুরুত্ব পায় না। ঘরোয়া সহিংসতার বিষয়গুলো আরও উপেক্ষিত হয়।” তিনি ভুক্তভোগীদের যেকোনো সহিংসতার ক্ষেত্রে পুলিশি সহায়তা নিতে উৎসাহিত করেন।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুননাহার বলেন, “সুবর্ণচর এলাকায় নারী নির্যাতনের অনেক অভিযোগ আসে। সহিংসতা রোধে নারীর সচেতনতা অত্যন্ত জরুরি। পাশাপাশি পরিবার থেকেই শিশুকে সম্মান ও সমতার শিক্ষা দিতে হবে।” তিনি কমিউনিটির সদস্যদের সহিংসতার প্রতিকারে কোথায় গেলে সহায়তা পাওয়া যাবে, সে বিষয়ে পরামর্শ দেন।
সভায় উপস্থিত নারীরা জানান, সহিংসতার শিকার হলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের কাছে গেলে অনেক সময় সমাধান মেলে না; বরং নিরাপত্তাহীনতায় পড়তে হয়। এ কারণে তারা আইনগত সহায়তাকেই সবচেয়ে নিরাপদ হিসেবে মনে করেন।
আয়োজকরা আশা করছেন, এই অধিপরামর্শ সভার মাধ্যমে স্থানীয় পর্যায়ে অংশীজনদের প্রতিশ্রুতি ও সহযোগিতার ভিত্তিতে সুবর্ণচরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে একটি কার্যকর ও স্থায়ী প্রক্রিয়া গড়ে উঠবে।
What's Your Reaction?
রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ