শালিখায় স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত

মাগুরার শালিখা উপজেলায় ভয়াবহ পারিবারিক কলহের জেরে স্বামীর শাবলের আঘাতে সোনালী বেগম (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার হরিশপুর গ্রামে নিজ বাড়ি থেকে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে শালিখা থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অনেকেই মিজানুর মোল্লাকে বাড়ির সিঁড়িতে বসে থাকতে দেখেন। প্রতিবেশী জুয়েল হাসান জানান, কাজে যাওয়ার সময় হঠাৎ বাড়ির ভেতর থেকে চিৎকারের শব্দ শুনে ফিরে আসেন। তখন মিজানুরের ১০ বছরের মেয়ে কান্নাজড়িত কণ্ঠে জানায়—তার বাবাই মাকে মারধর করেছে।
ঘটনার বিষয়ে জানা যায়, চট্টগ্রামে রাজমিস্ত্রির কাজ করা মিজানুর মোল্লা ওই দিন সকালে বাড়িতে ফিরে স্ত্রীকে ফোন করেন। স্ত্রী ফোন না ধরায় ক্ষিপ্ত হয়ে শাবল দিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং মাথায় আঘাত করে স্ত্রীকে হত্যা করেন। ঘটনাস্থলেই সোনালী বেগমের মৃত্যু হয়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত নারীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত মিজানুর মোল্লাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”
এ ঘটনায় এলাকায় চরম শোক ও ক্ষোভ বিরাজ করছে।
What's Your Reaction?






