বেকুটিয়া সেতু টোল প্লাজায় চিংড়িপোনা ছিনতাই, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

পিরোজপুরের বেকুটিয়া সেতুর টোল প্লাজায় দুর্বৃত্তদের কবলে পড়েছে চিংড়িপোনা পরিবহনকারী একটি মাইক্রোবাস। বাগেরহাটগামী এ মাইক্রোবাস থেকে বুধবার (২৩ এপ্রিল) ভোরে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার গলদা চিংড়ির রেনু পোনা ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী চালক চঞ্চল চাকলাদার জানান, খুলনা মেট্রো-ছ-১১-০০৩৩ নম্বরের মাইক্রোবাসটিতে করে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকার একটি হ্যাচারি থেকে বাগেরহাটের ফকিরহাটগামী ১৮২ পলি গলদা রেনু পরিবহন করা হচ্ছিল। ভোর ৫টার দিকে গাড়িটি বেকুটিয়া টোল প্লাজায় পৌঁছালে ১০-১২ জন অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী পথরোধ করে তাকে জিম্মি করে।
পরবর্তীতে চালককে পৌরসভার বড় খলিশাখালী স্কুলের সামনে নিয়ে ভয়ভীতি দেখিয়ে গাড়িতে থাকা প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের চিংড়ি রেনু ও তার কাছে থাকা নগদ ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা অন্য একটি মাইক্রোবাসে উঠে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর চালক চঞ্চল চাকলাদার অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে পিরোজপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. তরিকুল ইসলাম জানান, "আমরা এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
What's Your Reaction?






