বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিএনপির নাসির গ্রুপের দোয়া মাহফিল

ঢাকার উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহতদের স্মরণে ফরিদপুরের আলফাডাঙ্গায় শোক ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
জাতীয় এই শোকের আবহে শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় আলফাডাঙ্গা উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম গ্রুপের তত্ত্বাবধানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত হয়ে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।
উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা ওসমান আলীর উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা কুতুবউদ্দিন ফরিদী। তিনি দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার শান্তি, শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ প্রার্থনা করেন। এই হৃদয়বিদারক ঘটনায় দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক আবেদন জানাতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান আব্বাস, পৌর বিএনপির আহ্বায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. নূর জামাল খসরু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, রেজাউল করিম রেজা, আহম্মদ আলী সিকদারসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাদের সম্মিলিত উপস্থিতি জাতীয় দুর্যোগে সহমর্মিতা প্রকাশের এক দৃষ্টান্ত স্থাপন করে।
What's Your Reaction?






