বিজয়নগরে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Sep 2, 2025 - 07:16
 0  5
বিজয়নগরে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি পাঁচ টন ক্ষমতাসম্পন্ন ট্রাকও জব্দ করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটে বিজয়নগর থানা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শহীদুল ইসলামের নেতৃত্বে এসআই সফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর টু চান্দুরা গামী পাকা রাস্তায় মায়ের দোয়া এলপিজি গ্যাস পাম্পের সামনে এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলেন আলমাছ মিয়া (৩৫) ও শাকিল মিয়া (২৫)। আলমাছ মিয়ার বাড়ি বাগেরহাট জেলার আখাইনগর গ্রামে হলেও তিনি বর্তমানে ঢাকার মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় বসবাস করছিলেন। অপরজন শাকিল মিয়া ময়মনসিংহ সদর উপজেলার চর খরিচা গ্রামের বাসিন্দা।

অভিযান চলাকালে উদ্ধারকৃত গাঁজা ও ট্রাক ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে নিয়ম মেনে জব্দ করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিজয়নগর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow