আক্কেলপুরে আব্বাস আলীর গণসংযোগ ও পথসভা

"বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের গণতন্ত্রের প্রতীক বিএনপি। দলটি সব সময় জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করে যাচ্ছে। আগামীতে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়া হবে।" — এমনটাই মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মোঃ আব্বাস আলী।
রবিবার (২০ জুলাই) বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।
আব্বাস আলী বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নে আমরা কাজ করছি। এক শ্রেণির রাজনৈতিক দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে—তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। শহীদ জিয়ার গড়া বিএনপিতে সন্ত্রাসী, চাঁদাবাজ কিংবা আওয়ামী দোসরদের কোনো স্থান নেই। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডে জনগণের আস্থা ফেরাতে হবে। দেশের মানুষ জেগে উঠেছে, পরিবর্তনের দাবিতে এখন সোচ্চার।"
তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করে বলেন, "আপনাদের ভালোবাসায় আমরা আশাবাদী, ইনশাআল্লাহ ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরকে উন্নত, মানবিক ও সুন্দর উপজেলায় রূপান্তর করা হবে।”
গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন— ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, আক্কেলপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিন প্রামাণিক, জাসাস নেতা মোঃ আতাউর রহমান, বিএনপি নেতা বাইজিদ মণ্ডল, ফজলুর রহমান, আনিসুর রহমান, জাসাস নেতা আক্কেল আলী, আব্দুর রহিমসহ স্থানীয় নেতাকর্মীরা।
What's Your Reaction?






