নোয়াখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। রবিবার (২৯ জুন) রাতে উপজেলার চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ফকরুল ইসলাম (৩৬)। তিনি বেগমগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের দেওয়ানজি বাড়ির মো. সোহরাব হোসেনের ছেলে।
সোমবার (৩০ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।
র্যাব জানায়, ফকরুল ইসলাম একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামি। একটি অস্ত্র মামলায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর একটি আভিযানিক দল চৌরাস্তা সিএনবি গেট সংলগ্ন মাওলা অটোজ ও ডিজিটাল হোন্ডা সার্ভিসিং সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব কর্মকর্তার ভাষ্যমতে, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফকরুল তার সাজা ও ওয়ারেন্ট সংক্রান্ত বিষয় স্বীকার করেছে। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?
রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ