কলকাতা পর্বের বিশৃঙ্খলা নিয়ে প্রশ্ন, মেসির দিকেই অভিযোগের আঙুল গাভাস্কারের

খেলা ডেস্কঃ
Dec 17, 2025 - 13:52
 0  3
কলকাতা পর্বের বিশৃঙ্খলা নিয়ে প্রশ্ন, মেসির দিকেই অভিযোগের আঙুল গাভাস্কারের
ছবি : সংগৃহীত

ভারত সফরে ভক্ত-সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন লিওনেল মেসি। শচীন টেন্ডুলকারের কাছ থেকে ১০ নম্বর জার্সি উপহার পাওয়া, আইসিসি চেয়ারম্যান জয় শাহর কাছ থেকে বিশ্বকাপের টিকিট গ্রহণ—সব মিলিয়ে স্মরণীয় সফর কাটিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে ঘুরেফিরে আলোচনায় আসছে তাঁর কলকাতা পর্ব, যেখানে নানা বিশৃঙ্খলার কারণে পশ্চিমবঙ্গের অসংখ্য ভক্ত-সমর্থক কাঙ্ক্ষিত আনন্দ থেকে বঞ্চিত হন।

কয়েক দিন আগে শেষ হওয়া এই সফরে মেসির সঙ্গে ছিলেন আর্জেন্টিনার সতীর্থ রদ্রিগো দি পল ও লুইস সুয়ারেজ। গত ১৩ ডিসেম্বর কলকাতার সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পরিস্থিতি একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ক্ষুব্ধ দর্শকেরা চেয়ার ও বোতল ছুড়ে মারলে পুরো স্টেডিয়াম রণক্ষেত্রে পরিণত হয়।

কলকাতা পর্বে এমন বিশৃঙ্খলার জন্য এবার আর্জেন্টাইন কিংবদন্তি মেসির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সুনীল গাভাস্কার। ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস্টার-এ প্রকাশিত এক কলামে তিনি লেখেন, কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঘটে যাওয়া ঘটনায় সবাইকে দোষারোপ করা হয়েছে, কিন্তু মূল বিষয়টি অন্য জায়গায়।

গাভাস্কার লিখেছেন, মেসি যে সময় স্টেডিয়ামে থাকার কথা বলেছিলেন, বাস্তবে তিনি তার চেয়ে কম সময় উপস্থিত ছিলেন। যদি তাঁর জন্য এক ঘণ্টা সময় বরাদ্দ থাকে এবং তিনি নির্ধারিত সময়ের আগেই চলে যান, তাহলে যাঁরা বিপুল অর্থ ব্যয় করে টিকিট কিনেছিলেন, তাঁদের হতাশ হওয়াই স্বাভাবিক। এ ক্ষেত্রে মূল দায় মেসি ও তাঁর সফরসঙ্গীদের ওপরই পড়ে।

এই মন্তব্যের পর কলকাতা পর্বের ব্যর্থতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ভক্তদের প্রত্যাশা ও বাস্তবতার ব্যবধানই কি শেষ পর্যন্ত এমন অস্বস্তিকর পরিস্থিতির জন্ম দিল—সে প্রশ্নই এখন ঘুরছে ক্রীড়াঙ্গনে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow