যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও অভিবাসনে নিষেধাজ্ঞার তালিকা আরও সম্প্রসারিত

আন্তর্জাতিক ডেস্কঃ
Dec 17, 2025 - 13:19
 0  6
যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও অভিবাসনে নিষেধাজ্ঞার তালিকা আরও সম্প্রসারিত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও অভিবাসনে নিষিদ্ধ দেশের তালিকা ক্রমেই বড় হচ্ছে। গতকাল মঙ্গলবার ফিলিস্তিনসহ আরও পাঁচটি দেশের ওপর পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়, নতুন ঘোষণার মাধ্যমে আরও পাঁচটি দেশকে যুক্তরাষ্ট্রে পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ইস্যু করা নথিতে ভ্রমণকারীদেরও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। পাশাপাশি আরও ১৫টি দেশের নাগরিকদের ক্ষেত্রে নতুন করে ভ্রমণ সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের মানদণ্ড আরও কঠোর করার চলমান উদ্যোগের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সমালোচকেরা মনে করছেন, এই পদক্ষেপ অন্যায্যভাবে বহু দেশের মানুষের যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও অভিবাসনের সুযোগ সীমিত করছে।

থ্যাংকসগিভিং ছুটির শেষ দিকে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলির ঘটনায় সন্দেহভাজন এক আফগান নাগরিককে গ্রেপ্তারের পর থেকেই নিষেধাজ্ঞা আরও সম্প্রসারণের ইঙ্গিত দিয়েছিল প্রশাসন। সর্বশেষ ঘোষণায় সেই ইঙ্গিত বাস্তব রূপ পেয়েছে।

নতুন এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। মানবাধিকার সংগঠনগুলো একে বৈষম্যমূলক ও মানবিক বিবেচনাবিবর্জিত পদক্ষেপ হিসেবে আখ্যা দিলেও যুক্তরাষ্ট্র সরকার এটিকে জাতীয় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে তুলে ধরছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow