দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে - ছারছীনার পীর ছাহেব
ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল সোমবার (১ ডিসেম্বর) আখেরি মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে। আখেরি মুনাজাতের পূর্বে সমবেত লক্ষ লক্ষ ভক্ত-মুরিদান ও ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আমীরে হিযবুল্লাহ, ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।
পীর ছাহেব কেবলা বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত টালমাটাল। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং দেশের ৯২ ভাগ মুসলিম জনতার স্বার্থ রক্ষায় অত্যন্ত সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে। সামান্য ভুল সিদ্ধান্তেরও খেসারত জাতিকে যুগ যুগ ধরে দিতে হতে পারে।
তিনি আরও বলেন, আমরা ইসলামী হুকুমত কামনা করি, তবে ইসলামের নামে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বিরোধী কোনো ইজম বা ভাবধারা কখনোই সমর্থন করা যাবে না। ইসলামের সূচনালগ্ন থেকে সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামের পরশ ছোঁয়ায় মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়ায় প্রবেশ করেছে। ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশ আউলিয়ায়ে কেরামের অবদানে সিক্ত।
তিনি ভক্তদের উদ্দেশে বলেন, আপনারা আবেগে হুজুগে বাঙালি হবেন না। যথাসময়ে আমাদের পক্ষ থেকে নির্দেশনা পৌঁছে যাবে। তখন সবাই ঐক্যবদ্ধভাবে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ভূমিকা রাখবেন।
পীর ছাহেব নিয়মিত জিকির, দরূদ, অজিফা ও আমলসমূহ আদায়ের পরামর্শ দেন এবং প্রতিটি মসজিদে সাপ্তাহিক তা’লিমী জলসা চালু করা ও জমইয়াতে হিযবুল্লাহর পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশের প্রতিটি ওয়ার্ডে দ্বীনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার বিষয়ে পীর ভাইদের নিকট ওয়াদা গ্রহণ করেন।
What's Your Reaction?
মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ