ভাঙ্গায় নাশকতা ও সরকারি কাজে বাধা: ২২ জন গ্রেফতার

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Nov 15, 2025 - 18:06
 0  10
ভাঙ্গায় নাশকতা ও সরকারি কাজে বাধা: ২২ জন গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গায় সেপ্টেম্বর মাসে সংঘটিত নাশকতা, সরকারি কাজে বাধা, থানা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি পৃথক মামলায় ২২ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় দণ্ডবিধির একাধিক ধারার পাশাপাশি বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ১৫(৩) ধারায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ জানায়, সম্প্রতি বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারে থাকা ২২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, থানায় হামলা, উপজেলা কার্যালয় ভাঙচুর, আগুন লাগানো এবং সরকারি ও ব্যক্তিগত সম্পদ ধ্বংসের গুরুতর অভিযোগ রয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর দায়েরকৃত মামলায় ১০ জন আসামি রয়েছেন—আজাদ চোকদার, উজ্জল মিয়া, আইয়ুব আলী মিয়া, মনিন্দ্র নাথ বিশ্বাস, রায়হান মাতুব্বর, মোতালেব সিকদার, কোহিনুর হাওলাদার, মিন্টু মাতুব্বর, শিরু মাতুব্বর ও হৃদয় মোল্লা।

১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দায়েরকৃত মামলায় ৪ জন আসামি—আমিনুল মাতুব্বর, আবুল হোসেন, মাসুদ রানা মাতুব্বর ও বৃন্দাবন মন্ডল।

১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দায়েরকৃত মামলায় ৩ জন আসামি—নুরু মোল্লা, সজীব শেখ (রাজু) ও পলাশ শেখ।

২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দায়েরকৃত মামলায় ৫ জন আসামি—রিপন শেখ, জালাল শেখ, দুলাল শেখ, রমিজ মোল্লা ও লাভলু মাতুব্বর।

ভাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন জানান, “বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার ২২ আসামিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা ও সরকারি কাজে বাধার অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ ১৫ নভেম্বর দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow