নওগাঁর আত্রাইয়ে অধ্যক্ষ মাহবুবুল হক দুলুর বিদায় সংবর্ধনা

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Nov 15, 2025 - 16:30
 0  5
নওগাঁর আত্রাইয়ে অধ্যক্ষ মাহবুবুল হক দুলুর বিদায় সংবর্ধনা

দীর্ঘ ৩১ বছরেরও বেশি সময় ধরে শিক্ষা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করলেন নওগাঁর আত্রাইয়ের মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল হক দুলু। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে সশ্রদ্ধ বিদায় জানানো হয়। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, গভর্নিং বডি ও কর্মচারীদের উপস্থিতিতে পুরো মিলনায়তনজুড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

১৯৯৪ সালের ২৮ জুন প্রভাষক (দর্শন) হিসেবে যোগদানের মাধ্যমে মো. মাহবুবুল হক দুলুর কর্মজীবন শুরু হয়। পরবর্তী সময়ে ২০১০ সালে তিনি উপাধ্যক্ষ এবং ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবন শেষে গত শুক্রবার (১৪ নভেম্বর) তিনি কর্মজীবন থেকে অবসর নেন।

শিক্ষা ও সমাজসেবায় সমানভাবে অবদান রাখা এই ব্যক্তিত্ব পূর্বে ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কলেজের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ ও সামগ্রিক শিক্ষার মান উন্নয়নে তাঁর স্বার্থক ভূমিকা শিক্ষক-শিক্ষার্থীসহ সবার কাছে সমাদৃত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সালাহ উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন শিক্ষক কর্মচারী পরিষদের সম্পাদক ও প্রভাষক এস এম সোহরাব হোসেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ দুলুর সততা, আন্তরিকতা ও কর্মনিষ্ঠার কথা স্মরণ করা হয়। তিনি বলেন, “তিনি শুধু শিক্ষক নন, বরং এই অঞ্চলের শিক্ষা বিস্তারে এক অনন্য ব্যক্তিত্ব।”

বিদায়ী অধ্যক্ষ মো. মাহবুবুল হক দুলু তাঁর বক্তব্যে আবেগাপ্লুত হয়ে বলেন, “দীর্ঘ পথচলায় এই কলেজ, এর ছাত্র-শিক্ষক ও সহকর্মীরা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেছিলেন। আজ বিদায় নিতে মনটা ভারাক্রান্ত, তবে আপনাদের ভালোবাসা আমার জীবনের বড় শক্তি হয়ে থাকবে।” তিনি সকলের কাছে দোয়া চান এবং কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ এম মুনসুর রহমান, সাবেক অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) ড. মো. আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক মোল্লাহ মোহাম্মদ মতিউর রহমান (অবসরপ্রাপ্ত), প্রভাষক জাহাঙ্গীর আলম মিঠু, আসাদুজ্জামান, সিমা রাণী, সালেহা, ড. শিল্পী রাণী, আখতারুজ্জামান, অ্যাডভোকেট আবু মাসুম, রানীনগর মহিলা কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন, আত্রাই মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিয়াউল হক, বিদায়ী অধ্যক্ষের ছোট মেয়ে মোছা. মাহবুবা সুলতানা সোনালী, অফিস সহকারী ফজলে রাব্বি জুয়েল, বেলাল ও সদ্য অবসরপ্রাপ্ত অফিস সহায়ক শ্রী ভরত কুমার চৌধুরী।

অনুষ্ঠানের সমাপ্তিতে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা আবেগঘন পরিবেশে বিদায়ী অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা উপহার প্রদান করেন। শিক্ষার প্রতি তাঁর নিবেদন ও মানবিকতার পরিচয় উপস্থিত সবার মনকে গভীরভাবে স্পর্শ করে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow