নওগাঁ আত্রাইয়ের ঐতিহ্যবাহী কালীপূজা মেলায় জাদু প্রদর্শনীতে মুগ্ধ দর্শনার্থীরা

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Oct 21, 2025 - 18:07
 0  3
নওগাঁ আত্রাইয়ের ঐতিহ্যবাহী কালীপূজা মেলায় জাদু প্রদর্শনীতে মুগ্ধ দর্শনার্থীরা

ওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়ায় ঐতিহ্যবাহী কালীপূজা উপলক্ষে আয়োজিত মেলায় এক মনোজ্ঞ জাদু পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছে। উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নে অবস্থিত সুপরিচিত বান্দাইখাড়া সর্বজনীন কালীমাতা মন্দিরে প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে এই পূজা ও মেলা অনুষ্ঠিত হচ্ছে, যা জেলার অন্যতম জাঁকজমকপূর্ণ আয়োজন হিসেবে পরিচিত।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শেষ হলেও মেলাকে কেন্দ্র করে পুরো এলাকা এখনও উৎসবমুখর। দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর পদচারণায় বান্দাইখাড়া গ্রাম মুখরিত হয়ে উঠেছে।

এবারের মেলার অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে ছিল 'দি নিউ রজনী গন্ধা বিউটি যাদু বিনোদন' দলের পরিবেশনা। পারিবারিক ও মনোরম পরিবেশে আয়োজিত এই জাদু প্রদর্শনী উপভোগ করতে বিভিন্ন বয়সের মানুষ ভিড় জমিয়েছেন। আয়োজকরা জানিয়েছেন, এই মঞ্চে কোনো প্রকার অশ্লীলতা বা কুরুচিপূর্ণ নাচ-গানের পরিবেশনা নেই, ফলে সবাই পরিবারের সঙ্গে নির্দ্বিধায় এটি উপভোগ করতে পারছেন।

বান্দাইখাড়া কালীপূজা মেলা কমিটির সভাপতি শ্রী অরুণ কুমার বলেন, "বান্দাইখাড়ার কালীপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি এই অঞ্চলের মানুষের এক মিলনক্ষেত্র। প্রতি বছর আমরা ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সকলের জন্য আনন্দদায়ক কিছু আয়োজন করার চেষ্টা করি। এ বছর ভক্ত ও দর্শনার্থীদের বিপুল সাড়া পেয়ে আমরা আনন্দিত।"

'দি নিউ রজনী গন্ধা বিউটি যাদু বিনোদন' দলের প্রধান অধ্যাপক মো. গোকুল হোসেন তার পরিবেশনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, "বান্দাইখাড়ার ঐতিহ্যবাহী মেলায় জাদু পরিবেশন করতে পেরে আমরা আনন্দিত। আমরা সম্পূর্ণ পারিবারিক ও মনোরম পরিবেশে জাদু দেখাই, যেখানে কোনো অশ্লীলতা নেই। দূর-দূরান্ত থেকে আসা দর্শকদের বিপুল সাড়া পেয়ে আমাদের পুরো দল উৎসাহিত।"

জাদু পরিচালনা কমিটির সভাপতি মো. রায়হান আলী জানান, "আমাদের পরিবেশনা সকলের জন্য উন্মুক্ত। এখানে সুস্থ বিনোদন ও সাংস্কৃতিক আবহের দিকে আমরা সর্বোচ্চ নজর রাখি। দর্শকরা যেন পরিবার নিয়ে নিশ্চিন্তে জাদু উপভোগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হয়েছে। আমাদের এই প্রচেষ্টা সফল হওয়ায় এবং বিপুল সংখ্যক দর্শক সমাগম হওয়ায় আমরা আনন্দিত।"

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে এই পূজা ও মেলা এলাকার সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছে। উল্লেখ্য, এই বিশেষ জাদু প্রদর্শনী আগামীকাল বুধবার শেষ হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow