সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তাল কালীগঞ্জ: রাস্তায় নেমে এলো কলম সৈনিকেরা

মোঃ হাসমত উল্লাহ, জেলা প্রতিনিধি, লালমনিরহাটঃ
Aug 11, 2025 - 16:35
 0  1
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তাল কালীগঞ্জ: রাস্তায় নেমে এলো কলম সৈনিকেরা

গাজীপুরে সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টার বিরুদ্ধে গর্জে উঠলেন লালমনিরহাটের কালীগঞ্জের সাংবাদিকেরা। সোমবার (১১ আগস্ট) বেলা ১১টায় কালীগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তীব্র ক্ষোভ এবং বিচারের দাবি জানান তারা।

কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লাডলার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেন, যা মুহূর্তেই এক সম্মিলিত প্রতিবাদের রূপ নেয়। সাংবাদিকদের হাতে থাকা প্ল্যাকার্ডে তুহিন হত্যার বিচার এবং পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তার দাবি জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, "পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে দিনে-দুপুরে কুপিয়ে হত্যা করা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি দেশের গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতার ওপর এক নির্মম আঘাত।" তারা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) লালমনিরহাট জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু এবং রিপোর্টাস ক্লাবের সভাপতি মশিউর রহমান তরুসহ অন্যান্য সাংবাদিক নেতারা অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। তারা বলেন, এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে সরকারকে প্রমাণ করতে হবে যে, দেশ সাংবাদিকদের জন্য নিরাপদ।

কালীগঞ্জ প্রেসক্লাব, রিপোর্টাস ক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি এবং বাংলাদেশ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে এই প্রতিবাদ সমাবেশ থেকে সরকারকে সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow