মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বলের মাতা ইন্তেকাল করেছেন

মুন্সীগঞ্জ জেলা বিএনপিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দলের জেলা আহ্বায়ক কমিটির সদস্য এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বলের রত্নগর্ভা মা মোসাম্মৎ রেহেনা বেগম (ঊষা) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।
শুক্রবার (২৫ জুলাই) রাতে স্ট্রোকজনিত কারণে ৭০ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শনিবার (২৬ জুলাই) বাদ জোহর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দেউলভোগ দয়হাটা ঈদগাহ মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতাদের ঢল নামে। এতে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামরুজ্জামান রতন এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জাহীদ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সহস্রাধিক শোকার্ত মানুষ জানাজায় অংশ নেন।
মোসাম্মৎ রেহেনা বেগমের মৃত্যুতে প্রেরিত এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "মরহুমা রেহেনা বেগম ছিলেন একজন পরহেজগার, সদালাপী ও পরোপকারী নারী। তিনি তাঁর প্রতিবেশী ও সমাজের নিকট অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন সজ্জন নারীকে হারালাম। মহান রাব্বুল আলামীন যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দেন।"
এছাড়া পৃথক শোকবার্তায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব মো. মহিউদ্দিন মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিএনপি’র সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শোকবার্তা গণমাধ্যমে পাঠানো হয়।
What's Your Reaction?






