ফুলবাড়ীয়ায় নামাজ শেষে জনসংযোগে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সাইফুল ইসলাম

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা উত্তর দাসবাড়ী বায়তুল জান্নাত জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. সাইফুল ইসলাম বাদল।
শুক্রবার (২০ জুন) জুমার নামাজের পর তিনি দেওখোলা বাজারে জনসাধারণের সঙ্গে সরাসরি মতবিনিময় ও জনসংযোগ করেন। এসময় তিনি বাজারের দোকানপাট ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এলাকার সার্বিক খোঁজখবর নেন এবং তাদের সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শোনেন।
জনসংযোগকালে তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি নূরে আলম উজ্জ্বল, বিএনপি নেতা মহফিজুর রহমান চান মিয়া, সাবেক ছাত্রদল নেতা মোস্তফা কামাল, বিএনপি নেতা সুরুজ্জামান চৌধুরী, সন্ধানী ক্লিনিকের পরিচালক ও বিএনপি নেতা মো. ইলিয়াস রব্বানী রিয়াজসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয়দের সঙ্গে এই মতবিনিময়ে তিনি জনকল্যাণে ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন ভাবনার কথাও তুলে ধরেন বলে জানা গেছে।
What's Your Reaction?






