গোপালগঞ্জে এনসিপি’র পদযাত্রা ঘিরে ইউএনও’র গাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদকঃ
Jul 16, 2025 - 13:20
 0  2
গোপালগঞ্জে এনসিপি’র পদযাত্রা ঘিরে ইউএনও’র গাড়িতে হামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত জুলাই মাসব্যাপী পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের সরকারি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় এ ঘটনা ঘটে। ইউএনও এম রকিবুল হাসান হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে পদযাত্রা কর্মসূচি ছিল গোপালগঞ্জ শহরের পৌর পার্কে। এই কর্মসূচি বানচালের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা গান্ধিয়াশুর এলাকায় তার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

ইউএনও বলেন, “পদযাত্রা সামনে রেখে আমি ঘটনাস্থলের আশপাশে ছিলাম। হঠাৎ করে ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।”

এদিকে একই দিন সকালে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের ওপরও হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের ওপর এ হামলা চালিয়ে গাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow