পূর্ব খাবাশপুরে শর্ট সার্কিটে মুদির দোকানে আগুন
ফরিদপুরের পূর্ব খাবাশপুরের শান্তিবাগ এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টা নাগাদ শান্তিবাগ মোড়ের ‘জান্নাত স্টোর’ নামের একটি মুদির দোকানে হঠাৎ আগুন লেগে যায়।
স্থানীয় লোকজন জানান, প্রথমে তারা দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে। পরে তারা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে আগুন জ্বলতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে দোকানের চাউল, তেল ও অন্যান্য মুদিখানার মালামালসহ আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী। আগুনে পুরো দোকানের ভেতরকার মালামাল পুড়ে যায় বলে জানা গেছে।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ