ফরিদপুরে পাঁচ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Nov 14, 2025 - 19:27
 0  3
ফরিদপুরে পাঁচ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ৮-দলীয় সমন্বয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন। যৌথ সঞ্চালনায় ছিলেন ৮-দলীয় সমন্বয় কমিটির মুখপাত্র ও বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী এবং সমন্বয় কমিটির সদস্যসচিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমায়েত ইসলামী কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য অধ্যাপক আবদুত তাওয়াব। বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান এবং জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার নায়েবে আমির মো. আবু হারেস মোল্লা, খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা সোবহান মাহমুদসহ ৮-দলীয় সমন্বয় কমিটির বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে পাঁচ দফা দাবি বাস্তবায়ন এবং নির্বাচন পূর্বে গণভোট আয়োজন করতে হবে। বক্তারা অভিযোগ করে বলেন, দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল—আগে গণভোট, পরে জাতীয় নির্বাচন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিবসে গণভোটের সিদ্ধান্ত নিয়ে জনগণের প্রত্যাশাকে অগ্রাহ্য করেছে।

তাঁদের অভিযোগ, একটি বিশেষ দলকে খুশি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা জনগণ কখনোই মেনে নেবে না। বক্তারা অবিলম্বে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে সমবেত হন এবং পরবর্তীতে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow