ফরিদপুরে ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মানববন্ধন

৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল তিনটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ তাদের উত্থাপিত পাঁচ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
সংগঠনের ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবীর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির শাইখুল হাদিস মাওলানা হেলাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হেলাল উদ্দিন বলেন, "জুলাই সনদ এর আইনি ভিত্তি এ সরকারের গুরুত্বপূর্ণ এজেন্ডা হওয়া সত্ত্বেও তা বাস্তবায়নে বিলম্ব হচ্ছে।" তিনি জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা দলগুলোর ৫ দফা দাবি বাস্তবায়ন ছাড়া আগামী নির্বাচন হতে পারে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সভাপতির বক্তব্যে মাওলানা আমজাদ হোসাইন বলেন, "বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে জড়িত জাতীয় পার্টি সহ ১৪ দলকে নির্বাচনের আগে নিষিদ্ধ করতে হবে।"
জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী বলেন, "স্বৈরাচারের বিদায় হলেও স্বৈরতন্ত্র এখনো বিদ্যমান এবং সারাদেশে সকল সেক্টরে বৈষম্য চলছে। বাংলাদেশ খেলাফত মজলিসের ৫ দফা দাবি ও জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আগামী নির্বাচন এ দেশের জনগণ মেনে নিবে না।"
উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত মজলিসের ঘোষিত ৫ দফা দাবিগুলো হলো:
১. জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
২. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ।
৩. আগামী নির্বাচনে প্রকৃত লেভেল-প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।
৫. জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সোবহান মাহমুদ, সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, প্রচার সম্পাদক মাওলানা সরোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল বাকী, ফরিদপুর সদর উপজেলা শাখার সভাপতি মুফতি আসাদুজ্জামান, মহানগর সভাপতি মাওলানা নাজমুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচি শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
What's Your Reaction?






