সিএমপি'র পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের পৃথক অভিযানে চেক জালিয়াতি ও অর্থঋণ সংক্রান্ত মামলার সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, কোতোয়ালী থানার এএসআই সোহেল আহমেদ ও এএসআই রুবেল বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ চান্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে দায়রা মামলা নম্বর ৯৭৩/০৬ এবং সিআর মামলা নম্বর ৮৬৯/০৫-এর আসামি এনামুল হককে গ্রেফতার করেন। এনামুল হক এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ অর্থদণ্ডপ্রাপ্ত ছিলেন।
অপরদিকে, কোতোয়ালী থানার এসআই মারুফ বিন আব্দুল্লাহ, এএসআই সাকিল ও এএসআই মাহবুব হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে অর্থঋণ জারি মামলা নম্বর ১১০৩/২৩-এর আসামি মো. নাসির উদ্দিনকে গ্রেফতার করেন। তিনি ছয় মাসের দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত ছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
What's Your Reaction?






