সদরপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
May 10, 2025 - 23:18
 0  3
সদরপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

“আনন্দময় শিক্ষা, নির্ভরযোগ্য গন্তব্য: দক্ষ মানবসম্পদ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা শিক্ষা অফিসার সদানন্দ পাল। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অতিরিক্ত মোফাজ্জল হোসেন, পল্লী উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন।

বক্তারা বলেন, “প্রাথমিক শিক্ষাই একটি জাতির ভিত্তি। এই ভিত্তি সুদৃঢ় করতে হলে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দক্ষ মানবসম্পদ। তাদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষকদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ লতিফ খান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম হাওলাদার, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, মিডিয়াকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল শিক্ষাবান্ধব ও উৎসাহব্যঞ্জক। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow