ভাঙ্গায় মাহেন্দ্র-বাস সংঘর্ষে পিতা-পুত্রসহ ৫ জনের মৃত্যু, আহত ৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ ৫ জন নিহত এবং আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ জুন) সকাল সাড়ে ছয়টার দিকে ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, টেকেরহাটগামী একটি মাহেন্দ্র (থ্রি-হুইলার) ভাঙ্গা থেকে ১০ জন যাত্রী নিয়ে রওনা দিলে বিপরীত দিক থেকে আসা মিজান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পর ৫ জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন— মিজানুর মাতুব্বর (৫০), চৌকিঘাটা, ঘারুয়া ইউনিয়ন, ইব্রাহিম সরদার (৭০), শিবচর, মাদারীপুর, মনির সরদার (৪০), ইব্রাহিম সরদারের ছেলে, তারা মিয়া (৫৪), পুখুরিয়া, বাদশা শেখের ছেলে, একজন অজ্ঞাতপরিচয় (প্রায় ৫০ বছর বয়সী) যাত্রী।
আহতরা হলেন— গিয়াস উদ্দিন (৫৫), চৌকিঘাটা, শহীদ মোল্লা (৩২), ছিলাধরচর, খোকন মিয়া (২৯), পুখুরিয়া, আরও দুইজনের নাম জানা যায়নি।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে সহায়তা করেন। গুরুতর আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মনির সরদারের শিশুপুত্রকে সঙ্গে নিয়ে তার পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে এলে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। একইসাথে বাবা ও দাদার মরদেহ দেখে শিশুটি নির্বাক হয়ে পড়ে। সারা হাসপাতালজুড়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ ফরিদপুর ও মাদারীপুর জোনের পুলিশ সুপার মো. শাহিনুর আলম খান।
What's Your Reaction?






