কালীগঞ্জে ম্যাজিক জাল ধ্বংসে অভিযান

মোঃ হাসমত উল্লাহ, জেলা প্রতিনিধি, লালমনিরহাটঃ
May 27, 2025 - 22:45
 0  2
কালীগঞ্জে ম্যাজিক জাল ধ্বংসে অভিযান

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চায়নার তৈরি রাক্ষুসে ম্যাজিক জাল দিয়ে পোনা ও ডিমওয়ালা মা মাছ নিধনের অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে বিপুল পরিমাণ জাল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৬ মে) বিকেলে উপজেলার চলবলা ইউনিয়নের পারঘাট ও চন্দ্রপুর ইউনিয়নের হরোরাম সতী নদীতে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা। অভিযানে নদী থেকে ৯টি (প্রায় ১ হাজার হাত) চায়না ম্যাজিক জাল উদ্ধার করা হয়।

পরে সন্ধ্যায় চাপারহাট বাজার এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ৭০টি নতুন কারেন্ট জাল উদ্ধার করা হয়। জব্দকৃত সব জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসন জানায়, মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী এসব জাল পরিবেশ ও মাছের প্রাকৃতিক প্রজনন ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি।

ইউএনও জাকিয়া সুলতানা বলেন, “মাছের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। রাক্ষুসে জাল ব্যবহার না করার জন্য সবাইকে সতর্ক করছি।”

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীন, ফরিদুল ইসলাম, পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যরা। জনসাধারণ উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা করেন। তারা বলেন, এমন অভিযান নিয়মিত হলে দেশীয় মাছের অস্তিত্ব টিকে থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow