সদরপুরে নতুন বছরে তরুণদের ব্যতিক্রমী আয়োজন: মাদকমুক্ত সমাজ গড়তে টি-১০ ক্রিকেট
নতুন বছরের প্রথম প্রহরে ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নে শুরু হলো এক ব্যতিক্রমী টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। মাদক থেকে যুবসমাজকে দূরে রাখার প্রত্যয়ে এবং পরিবেশ রক্ষার বার্তা নিয়ে ‘আকোটের চর তরুণ যুবসমাজে’র উদ্যোগে স্থানীয় সুইজগেটপার মাঠে এই খেলার আয়োজন করা হয়।
বুধবার (১ জানুয়ারি ২০২৬) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন এলাকার মোট ১২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো মাঠকে উৎসবমুখর করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনঘংস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব মাস্টার। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি মোহাম্মদ মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে এবং একটি মাদকমুক্ত আদর্শ সমাজ বিনির্মাণেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।”
এই টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ও প্রশংসনীয় দিক হলো এর পুরস্কার ব্যবস্থা। গতানুগতিক পুরস্কারের বদলে প্রতিটি ম্যাচের ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত খেলোয়াড়কে একটি করে মূল্যবান বৃক্ষের চারা উপহার হিসেবে প্রদান করা হচ্ছে। আয়োজকরা জানান, নিছক বিনোদন নয়, খেলাধুলার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা সমাজে ছড়িয়ে দিতেই তাদের এই অভিনব উদ্যোগ।
এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ শাওন কালবেলাকে বলেন, “চরাঞ্চলের তরুণদের জন্য এটি একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকলে যুবসমাজ বিপথগামী হওয়া থেকে রক্ষা পাবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।”
What's Your Reaction?
নিজস্ব প্রতিবেদকঃ