রোয়াংছড়িতে ওমর ফারুক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি, বান্দরবানঃ
Dec 31, 2025 - 18:47
 0  3
রোয়াংছড়িতে ওমর ফারুক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

বান্দরবানের রোয়াংছড়িতে আলোচিত ইসলাম ধর্ম প্রচারক মো. ওমর ফারুক ত্রিপুরা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে রোয়াংছড়ি থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন— ১নং রোয়াংছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুর্গম তুলাছড়ি পাড়ার বাসিন্দা দেবেন্দ্র ত্রিপুরার ছেলে ডানিয়েল ত্রিপুরা (৪০) এবং মৃত ত্রিপলা ত্রিপুরার ছেলে জমালা ত্রিপুরা ওরফে জমা ত্রিপুরা (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে দুর্গম তুলাছড়ি পাড়া ও আশপাশের এলাকায় ইসলাম ধর্ম প্রচার করতেন ওমর ফারুক ত্রিপুরা। ধর্ম প্রচারের জেরে আসামিরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীরের নির্দেশে এবং সিনিয়র উপ-পরিদর্শক (এসআই) শুভ্র মুকুল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে অভিযানে নামে। প্রায় ১০ কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ এবং দুই ঘণ্টা পায়ে হেঁটে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে ওই দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

অভিযানের সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ্র মুকুল চৌধুরী বলেন, "চার বছর আগের ওমর ফারুক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে আমরা দুর্গম পাহাড় থেকে গ্রেফতার করেছি। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে তাদের বান্দরবান জেলহাজতে প্রেরণ করা হয়েছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow