ফরিদপুর-২ আসনে ইনসানিয়াত বিপ্লব দলের প্রার্থী মো. আকরামুজ্জামান
ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. আকরামুজ্জামান মিয়া।
সোমবার দুপুরে নগরকান্দা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরাজ শারবিনের কাছে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন সমর্থকেরা। এ সময় ইনসানিয়াত বিপ্লব দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মো. আকরামুজ্জামান মিয়া নগরকান্দা উপজেলার চরযশোরদি ইউনিয়নের বানেশ্বরদি গ্রামের ঐতিহ্যবাহী মিয়া পরিবারের সন্তান। তিনি প্রয়াত মো. সিরাজুল হক ছিরু মিয়ার পুত্র। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য প্রবাসী এই সমাজসেবক মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকায় পরিচিতি লাভ করেছেন।
এদিকে ইনসানিয়াত বিপ্লব দলের ইমাম আল্লামা ইমাম হায়াতের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, দলের মনোনীত প্রার্থী মো. আকরামুজ্জামান মিয়াকে ‘আপেল’ প্রতীকে ভোট দিয়ে মানবতার সেবায় কাজ করা, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং বিশ্ব মানবতার কল্যাণে ইমানি দায়িত্ব পালনে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।
What's Your Reaction?
স্টাফ রিপোর্টারঃ