হাড় কাঁপানো শীতে নগরকান্দায় উষ্ণতার পরশ ছড়াল ‘সেভ দ্য গ্রীন
কনকনে শীতে ফরিদপুরের নগরকান্দার অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে উষ্ণতার ছোঁয়া নিয়ে দাঁড়িয়েছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘সেভ দ্য গ্রীন’। প্রতিষ্ঠানটির মহতী উদ্যোগে উপজেলার পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে পৌরসভার নগরকান্দা উত্তর পাড়া মাদ্রাসা প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। ‘সেভ দ্য গ্রীন’-এর ব্যবস্থাপনা পরিচালক পলাশ ফারুকের সৌজন্যে এসব শীতবস্ত্র শীতার্তদের হাতে তুলে দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি জাকির হোসেন মিলন এবং উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক আসমা জাকির। এছাড়া বিএনপি নেতা নিরুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ‘সেভ দ্য গ্রীন’-এর স্বেচ্ছাসেবকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
তীব্র শীতে কম্বল পেয়ে স্বস্তি প্রকাশ করেন উপস্থিত অসহায় মানুষেরা। তারা এই মহৎ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
What's Your Reaction?
নগরকান্দা প্রতিনিধি, ফরিদপুরঃ