গুলশান কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন তারেক রহমান
দেশে ফেরার তিন দিনের মাথায় দলীয় কার্যালয়ে গিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪২ মিনিটে তিনি গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান।
দীর্ঘ বিরতির পর শীর্ষ নেতাকে নিজেদের মাঝে পেয়ে গুলশান কার্যালয়ে এক আবেগঘন ও আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দ তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও তাকে স্বাগত জানান।
তারেক রহমানের কার্যালয়ে যোগদানের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, "তারেক রহমানের গুলশান কার্যালয়ে এই আগমন দলকে নতুন করে উজ্জীবিত করবে এবং নেতাকর্মীদের মনোবল আরও সুদৃঢ় করবে।"
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে মাতৃভূমি বাংলাদেশে ফিরে আসেন বিএনপির এই শীর্ষ নেতা। তার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ