দাদা-দাদির কবর জিয়ারতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রচারণা শুরু রুমিন ফারহানার

জায়শা জাহান মিমি, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Dec 26, 2025 - 18:39
 0  5
দাদা-দাদির কবর জিয়ারতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রচারণা শুরু রুমিন ফারহানার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। জোটের মনোনয়ন না পেলেও স্বতন্ত্রভাবেই ভোটের মাঠে থাকার ঘোষণা দিলেন তিনি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে দাদা-দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী কার্যক্রম শুরু করেন। রুমিন ফারহানার পৈতৃক নিবাস সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে হলেও তাঁর দাদা-দাদির বাড়ি বিজয়নগরের ইসলামপুর গ্রামে।

এর আগে, গত বুধবার দুপুরে ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন।

কবর জিয়ারত শেষে উপস্থিত জনতা ও সাংবাদিকদের উদ্দেশ্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “দাদা-দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে আমি নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। গত ১৭ বছর আমি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছি, দেশের মানুষের অধিকার আদায়ে রাজপথে ও সংসদে সোচ্চার ছিলাম। আমি এলাকাবাসী তথা দেশবাসীর দোয়া চাই।”

জোটের মনোনয়ন না পাওয়া প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমার এলাকার মানুষের একটাই দাবি ছিল—এখানে যেন জোটের প্রার্থী দেওয়া না হয়। কিন্তু সেই আকুতি গ্রাহ্য করা হয়নি। আমার প্রতি যে অন্যায় ও অসম্মান করা হয়েছে, আমি বিশ্বাস করি, জনগণ ভোটের মাধ্যমেই তার উপযুক্ত জবাব দেবে। ১৭ বছর কারা তাদের পক্ষে কথা বলেছে, তা মনে রেখে তারা সঠিক সিদ্ধান্তই নেবে।”

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার ২টি ইউনিয়ন নিয়ে গঠিত। নির্বাচনী এলাকায় মোট ১৯টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে সরাইল উপজেলায় ২ লাখ ৮৮ হাজার ৬০৯ ভোট, আশুগঞ্জ উপজেলায় ১ লাখ ৫৩ হাজার ৯৯ ভোট এবং বিজয়নগর উপজেলার ২ ইউনিয়নে ৫৭ হাজার ৭৪০ ভোট রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনে ২০ দলীয় জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। তিনি ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। সোমবার তাঁর পক্ষেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow