ফরিদপুরে ‘চলো হারাই শৈশবে’ স্লোগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে পেপার টেক নবম ঘুড়ি উৎসব

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Dec 26, 2025 - 10:09
 0  1
ফরিদপুরে ‘চলো হারাই শৈশবে’ স্লোগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে পেপার টেক নবম ঘুড়ি উৎসব

শৈশবের হারানো স্মৃতি ফিরিয়ে আনতে এবং গ্রামবাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ফরিদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পেপার টেক নবম ঘুড়ি উৎসব’। আগামী ২৭ ডিসেম্বর, শনিবার ফরিদপুর শহরের ধলার মোড় এলাকায় জাঁকজমকপূর্ণভাবে এই উৎসব উদযাপিত হবে।

‘ফরিদপুর সিটি অর্গানাইজেশন’-এর আয়োজনে এবারের উৎসবের মূল প্রতিপাদ্য বা স্লোগান নির্ধারণ করা হয়েছে—‘চলো হারাই শৈশবে’।

দিনব্যাপী এই আনন্দ আয়োজন শুরু হবে সকাল ১০টায় এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত। আকাশজুড়ে রংবেরঙের ঘুড়ির ওড়াউড়ি আর উৎসবমুখর পরিবেশে মেতে উঠবে ধলার মোড়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (সিপিএম-সেবা)।

আয়োজক সংগঠন ‘টিম ফরিদপুর সিটি অর্গানাইজেশন’ জানিয়েছে, উৎসবকে প্রাণবন্ত ও সার্থক করে তুলতে ফরিদপুরের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তারা একান্তভাবে কামনা করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow