ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন
"আলোকিত ১৫০, সুন্দর পৃথিবীর জন্য আমরা"—এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়ায় জাঁকজমকপূর্ণ ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উৎসব (সার্ধশতবার্ষিকী)।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের বোর্ডিং মাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দুই দিনব্যাপী এই আনন্দ যজ্ঞের শুভ উদ্বোধন করা হয়।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যালামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স স্টুডেন্ট সোসাইটি’ (আবেশ)-এর উদ্যোগে আয়োজিত এই উৎসবে সকাল থেকেই প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ১৯৫১ সাল থেকে শুরু করে ২০২৫ ব্যাচ পর্যন্ত—ভিন্ন ভিন্ন প্রজন্মের শিক্ষার্থীদের উপস্থিতিতে নবীন ও প্রবীণের এক অভূতপূর্ব মিলনমেলার সৃষ্টি হয়। বহু বছর পর প্রিয় বিদ্যাপীঠ, শিক্ষক ও সতীর্থদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন, সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশের।
জাতীয় পতাকা উত্তোলনের পর বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে নান্দনিক ডিসপ্লে প্রদর্শন করা হয়। একইসাথে দর্শকদের মুগ্ধ করে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি শহরের পুরাতন জেলরোড, হাসপাতাল সড়ক, পুরাতন কাচারী পুকুর পাড় ও হালদারপাড়া প্রদক্ষিণ শেষে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষকবৃন্দ, জেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাগণ এবং বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
দুই দিনব্যাপী এই মহোৎসবের কর্মসূচীতে আরও রয়েছে—আবেগঘন স্মৃতিচারণ পর্ব, কৃতি ও জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা এবং পুরস্কার বিতরণ, ‘আবেশ’-এর বিভিন্ন কার্যক্রমের ভিজ্যুয়াল প্রেজেন্টেশন, বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান, আকর্ষণীয় র্যাফেল ড্র এবং প্রাক্তন ও বর্তমান ছাত্রদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য, ১৮৭৫ সালে তৎকালীন শিক্ষানুরাগী অন্নদা প্রসাদ রায় ব্রাহ্মণবাড়িয়ায় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। দেড়শ বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে অনন্য ভূমিকা পালন করে আসছে।
What's Your Reaction?
জান্নাত আক্তার, সদর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ