উই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি : তারেক রহমান

অনলাইন ডেস্কঃ
Dec 25, 2025 - 17:47
 0  2
উই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি : তারেক রহমান
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের অবিসংবাদিত নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক ভাষণ ‘আই হ্যাভ আ ড্রিম’-এর প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বপ্ন নয়, দেশ ও জনগণের জন্য তাঁদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘উই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি (We have a plan for the people & for the country)।’ অর্থাৎ, দেশের মানুষের জন্য এবং দেশের জন্য আমাদের একটি পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তারেক রহমান বলেন, এই পরিকল্পনা বাস্তবায়ন করা একা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন দেশের প্রতিটি মানুষের সহযোগিতা। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘১৯৭১ সালে এ দেশের মানুষ যেভাবে স্বাধীনতা অর্জন করেছিল, ঠিক তেমনি ২০২৪ সালেও সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। আজ বাংলাদেশের মানুষ প্রাণ খুলে কথা বলতে চায়, তারা তাদের হারানো গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।’

এর আগে, এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ রঙে সজ্জিত একটি বাসে করে তারেক রহমানের গাড়িবহর গণসংবর্ধনাস্থলে পৌঁছায়। বেলা ৩টা ৫০ মিনিটের দিকে তিনি মঞ্চে আরোহণ করেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা তাঁকে স্বাগত জানান। মঞ্চে উঠেই তিনি নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান।

বেলা ৩টা ৫৭ মিনিটে ‘প্রিয় বাংলাদেশ’ সম্বোধন করে বক্তব্য শুরু করেন বিএনপির এই শীর্ষ নেতা। তাঁর আগমনে পুরো পূর্বাচল এলাকা নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow