নেতাকর্মীদের প্রতি শান্তিপূর্ণভাবে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান শামা ওবায়েদের

শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ
Nov 15, 2025 - 22:31
Nov 15, 2025 - 22:34
 0  2
নেতাকর্মীদের প্রতি শান্তিপূর্ণভাবে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান শামা ওবায়েদের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সব ধরনের সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণভাবে জনগণের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশরদী ইউনিয়নের জয়বাংলা বিশ্বরোড এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, "নির্বাচন যতই ঘনিয়ে আসছে, আমাদের ততই দায়িত্বশীল হতে হবে। কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার সঙ্গে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। সরকারের ব্যর্থতা এবং জনগণের প্রতি আমাদের দলের অঙ্গীকার তুলে ধরে ধানের শীষে ভোট চাইতে হবে।"

চরযোশরদী ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলান এবং পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়াবুর রহমান মাসুদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।

এ সময় স্থানীয় নেতারা তাদের বক্তব্যে শামা ওবায়েদের নির্দেশনার প্রতি পূর্ণ সমর্থন জানান। তারা বলেন, নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং দলের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে তারা মাঠে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

এদিকে, এই পথসভাকে কেন্দ্র করে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেত্রীর বক্তব্য শুনতে স্থানীয় সাধারণ মানুষ ও উৎসুক জনতার ভিড় জমে। নেতাকর্মীদের স্লোগানে ও করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে, যা স্থানীয় রাজনীতিতে নতুন প্রাণচাঞ্চল্যের সঞ্চার করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow