বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু
ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের নয়ানীপাড়া গ্রামের বাসিন্দা এবং সৌদি প্রবাসী ছিলেন। জানা যায়, মাত্র বারো দিন আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফেরেন।
দুর্ঘটনায় তুহিন (২৩) নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হতাহত দুইজন ঘনিষ্ঠ বন্ধু।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বোয়ালমারীর পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর ব্রিজের নিকটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে মহম্মদপুরের দিকে যাচ্ছিল। মহম্মদপুর ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটো ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দ্রুত তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আবু বক্করের মৃত্যু হয়।
What's Your Reaction?
এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ