রুমায় তারুণ্যের উৎসব উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

শৈহ্লাচিং মার্মা, রুমা (বান্দরবান) প্রতিনিধি
Nov 12, 2025 - 14:57
 0  1
রুমায় তারুণ্যের উৎসব উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বান্দরবানের রুমা উপজেলায় বুধবার (১২ নভেম্বর) চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় রুমা উপজেলা প্রশাসনের মাল্টিমিডিয়া সেন্টারে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন শ্রেণি ও বিষয় অনুযায়ী অংশগ্রহণ করে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ‘জুলাই-আগস্ট বিপ্লব ২০২৪’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা জ্ঞানভিত্তিক কুইজে প্রতিযোগিতা করেন। নবম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা ‘তারুণ্যের ভাবনায় আগামী দিনের বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় অংশ নেন।

রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমা সাঙ্গু সরকারি কলেজ, রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়, রুমা উচ্চ বিদ্যালয় ও কঙ্গোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ১০০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক ও দারিদ্র্য বিমোচন কর্মসূচির উপজেলা কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক জানান, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা কেবল জ্ঞান অর্জন নয়, মানসিক ও সৃজনশীল বিকাশেও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা শিক্ষার্থীদের জন্য পুরস্কারের ঘোষণা করা হয়েছে। পরিচালনা কমিটির সদস্য ও রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মারমা জানিয়েছেন, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীলভাবে নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow