৪৩ বছর পর আলফাডাঙ্গায় সরকারি জায়গা উদ্ধার
ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজারে জামে মসজিদের সামনে সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিয়াজ মুস্তাফি চৌধুরী, এবং আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম।
অভিযান চলাকালে সরকারি জায়গায় গড়ে ওঠা কয়েকটি মাংসের দোকান উচ্ছেদ করা হয়। এ সময় সহযোগিতায় ছিলেন পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা। উচ্ছেদ কাজে ব্যবহার করা হয় ফেকু (এক্সকাভেটর) মেশিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, সরকারি জায়গা দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও সরকারি সম্পত্তি রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান,উদ্ধারকৃত সরকারি জায়গা জনসেবামূলক কাজে ব্যবহার করা হবে। এখানে একটি ভ্যান স্ট্যান্ড স্থাপন করার পরিকল্পনা রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিয়াজ মুস্তাফি চৌধুরী বলেন,দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি দাতব্য চিকিৎসা সংক্রান্ত জায়গা দখল হয়ে ছিল। আজকের অভিযানে প্রায় ৪৪ শতাংশ সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৮২ সাল থেকে অর্থাৎ ৪৩ বছর পর এই সরকারি জায়গা উদ্ধার করা সম্ভব হয়েছে।
দখলমুক্ত স্থানগুলো জনগণের কল্যাণে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
What's Your Reaction?
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ