সদরপুরে রাতের আঁধারে পৈত্রিক সম্পত্তি জবর দখলের অভিযোগ
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পশ্চিম চন্দ্রপাড়া গ্রামে সোমবার রাত ১১ টায় স্থানীয় বাসিন্দা নুর হোসেন খলিফার পৈত্রিক সম্পত্তি ও তার টিনের ঘর জোরপূবক দখলের অভিযোগ উঠেছে ফারুক খলিফা-সহ আরও ১৪/১৫জনের বিরুদ্ধে।
সদরপুর থানায় অফিযোগ সূত্রে জানাযায়, নুর হোসেন খলিফার সাথে ফারুক খলিফা গং এর সাথে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিরোধ সহ আদালতে মামলা চলছিল। তারই জের ধরে সোমবার গভীর রাতে আঃ কাদের খলিফার ছেলে ফারুক খলিফা স্থানীয় আচমত খলিফা, শহিদ খলিফা, রহিম খলিফা, জিয়া শেখে, এরশাদ শেখ, ফরহাদ বেপারীসহ আরও ৭/৮ জন নিয়ে নুর হোসেন খলিফার পৈত্রিক সম্পত্তি ও তার টিনের ঘর জোরপূর্বক দখল করে।
নুর হোসেন খলিফার বলেন, আমার পৈত্রিক সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান। এমতাবস্থায় ফারুক খলিফা তার দলবল নিয়ে রাতে জোরপূর্বক দখল করে। সকালে বাধা দিতে গেলে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। আমি আমার পৈত্রিক সম্পত্তি ফেরত চাই।
এ বিষয়ে ফারুক খলিফার কাছে জানতে চায়লে তিনি জানায়, এ সম্পত্তি আমি ওয়ারিশদের কাছ থেকে ক্রয় করেছি। আমি জোরপূর্বক দখল নাই।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ