বিপিএলে একাদশে চার বিদেশি খেলতে পারবে - বিসিবি

খেলা ডেস্কঃ
Nov 11, 2025 - 12:48
 0  2
বিপিএলে একাদশে চার বিদেশি খেলতে পারবে - বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নেওয়া দলের সংখ্যা পাঁচে নেমে এলেও একাদশে চার বিদেশি ক্রিকেটার খেলতে পারবে—এমন সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছিল, এবারের আসরে একাদশে তিনজন বিদেশি খেলানোর অনুমতি থাকবে। তবে মঙ্গলবার (১১ নভেম্বর) বিসিবি সেই গুঞ্জনকে ভিত্তিহীন বলে জানায়। সংস্থাটি নিশ্চিত করেছে, আগের মতোই একাদশে সর্বোচ্চ চার বিদেশি ক্রিকেটার মাঠে নামতে পারবেন।

বিসিবির নিয়ম অনুযায়ী, প্রতিটি দল রিজার্ভ ক্রিকেটারসহ সর্বোচ্চ ২২ জন খেলোয়াড়কে দলে রাখতে পারবে। এছাড়া ১২ জন টিম অফিসিয়ালও থাকতে পারবেন দলের সঙ্গে।

দীর্ঘ ১২ বছর পর আসন্ন বিপিএলে ফিরছে নিলাম পদ্ধতি। আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে এবারের খেলোয়াড় নিলাম। এর আগে কয়েক আসর ধরে ড্রাফটের মাধ্যমে দল গঠন করে আসছিল ফ্র্যাঞ্চাইজিগুলো।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে নিলাম থেকে অন্তত ১৩ জন স্থানীয় ক্রিকেটার দলে নিতে হবে। এছাড়া নিলামের আগে সর্বোচ্চ দুইজন স্থানীয় খেলোয়াড়ের সঙ্গে সরাসরি চুক্তি করা যাবে। বিদেশি খেলোয়াড়ের ক্ষেত্রে নিলাম থেকে অন্তত দুজনকে নেওয়া বাধ্যতামূলক।

এদিকে, গত বুধবার রাজধানীর গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত সভায় বিপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করেছে বিসিবি। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস। নাবিল গ্রুপ পেয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেট উইথ সামি পেয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি, আর চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।

বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এই লিগে এবার নতুনভাবে সাজানো নিয়ম-কানুনের মধ্য দিয়েই মাঠে গড়াবে বিপিএলের পরবর্তী আসর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow