নিজের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কর্মী সম্মেলন ও প্রতিবাদ সভা করলেন রবি মেম্বার

শফিকুল ইসলাম জনি, স্টাফ রিপোর্টারঃ
Nov 11, 2025 - 12:34
 0  2
নিজের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কর্মী সম্মেলন ও প্রতিবাদ সভা করলেন রবি মেম্বার

ফরিদপুরের নগরকান্দায় বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগে অভিযুক্ত ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রবিউল ইসলাম ওরফে রবি মেম্বার এবার নিজেই আয়োজন করেছেন ইউনিয়ন বিএনপি কর্মী সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ।  

তিনি অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে দায়ের করা হামলার মামলা ও মানববন্ধন ‘মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।

সম্প্রতি আওয়ামী লীগ নেতার ছেলেকে নিয়ে বিএনপির এক অনুষ্ঠানে যোগ দেওয়াকে কেন্দ্র করে নগরকান্দার পুরাপাড়া ইউনিয়নের এক বিএনপি কর্মী মারধর ও হাতুড়ি-পেটার শিকার হন বলে অভিযোগ ওঠে।  এ ঘটনার পর অভিযুক্ত হিসেবে রবি মেম্বারের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয় এবং তার বিচার দাবিতে মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

ঘটনার পরদিনই রবি মেম্বার নিজেকে নির্দোষ দাবি করে ইউনিয়ন বিএনপি ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল এবং কর্মী সম্মেলনের আয়োজন করেন।  

সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার পুরাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনের মূল বিষয় ছিলো, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করা,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং ফরিদপুর-২ আসনে দলীয় প্রার্থী শামা ওবায়েদের নেতৃত্বকে শক্তিশালী করা।

কর্মী সম্মেলনের শুরুতে এক সংবাদ সম্মেলনে রবি মেম্বার বলেন, আমার বিরুদ্ধে আনা হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কিছু স্বার্থান্বেষী মহল আমাকে দল ও জনগণের চোখে হেয় করার ষড়যন্ত্র করছে। আমি বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী, দলের প্রতি আমার বিশ্বাস ও নিষ্ঠা অটুট।

রবি মেম্বারের পক্ষে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি দাউদ ফকির, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি আব্দুল হাই খান পৈলান ও যুবদল সভাপতি শাহাদাত হোসেন।  

তারা বলেন, রবি মেম্বার দীর্ঘদিন ধরে দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা সাজিয়েছে।

নেতারা আরও দাবি করেন, যার উপর হামলার অভিযোগ তোলা হয়েছে, তিনি আওয়ামী লীগপন্থী এবং ৫ আগস্টের পর নিজেকে ‘বিএনপি কর্মী’ বলে পরিচয় দিচ্ছেন, যা আসলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কৌশল।

সম্মেলনে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।  বক্তারা অবিলম্বে রবি মেম্বারের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও তার প্রতি দলের পূর্ণ সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow