সাংবাদিকদের সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদকঃ
Nov 11, 2025 - 13:21
 0  2
সাংবাদিকদের সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে সাংবাদিক সমাজের ন্যায্য দাবি ও সমস্যাগুলোর সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১০ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও প্রেসক্লাব প্রাঙ্গণে জেলার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

মির্জা ফখরুল বলেন, দেশের সাংবাদিকরা নানা সমস্যার মধ্যে দিয়ে কাজ করছেন। বর্তমান পরিস্থিতিতে এসব সমস্যা সমাধান করা সম্ভব না হলেও বিএনপি সরকার গঠন করলে সাংবাদিকদের সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কলমের মাধ্যমেই দেশের সত্য প্রকাশিত হয়। তাই সাংবাদিকদের প্রতি সম্মান ও সহায়তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

বিএনপি মহাসচিব সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা সব সময় আমাকে সহযোগিতা করেছেন, আমিও চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে। আপনাদের পেশাগত দায়িত্ব পালনে কোনো বাধা যেন না আসে, সে বিষয়ে আমি সচেষ্ট ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।”

সভায় তিনি আরও অভিযোগ করে বলেন, “জামায়াত দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে। আমরা চাই না, এই বিশৃঙ্খলার মধ্যে দেশ আবারও অনিশ্চয়তার দিকে ধাবিত হোক।”

রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ের ইঙ্গিত দিয়ে মির্জা ফখরুল বলেন, “প্রত্যেক মানুষের জীবনে যেমন অবসরের সময় আসে, রাজনীতিতেও সেটি থাকা উচিত। তবে তার আগে ঠাকুরগাঁওয়ের মানুষ ও দেশের গণতন্ত্রের জন্য যতটা সম্ভব কাজ করে যেতে চাই।”

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ফিরোজ জামিন সরকার, সহ-সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু প্রমুখ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow