বিজিবির উদ্যোগে দুর্গম দোপানীছড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম দোপানীছড়া পাড়ায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে পরিচালিত এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
রবিবার (৯ নভেম্বর) সকালে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর উদ্যোগে এবং দোপানীছড়া বিওপি’র তত্ত্বাবধানে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্প পরিচালনা করেন রুমা ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর তিমির রঞ্জন মহান্ত, এএমসি।
সকাল থেকেই স্থানীয় পাহাড়ি নারী-পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধদের উপচে পড়া ভিড় দেখা যায় ক্যাম্পে। মোট ২৫ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও জরুরি ওষুধ সরবরাহ করা হয়।
চিকিৎসাসেবা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলেন, “বিজিবি না এলে আমাদের চিকিৎসার জন্য অনেক দূরে যেতে হতো, যা অনেক সময় সম্ভব হয় না। তারা আমাদের অনেক উপকার করেছেন।”
রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ বি এম শাহ রেজা বলেন, “সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে উন্নত চিকিৎসাসেবা এখনো পর্যাপ্ত নয়। মানবিক দায়িত্ব থেকেই রুমা ব্যাটালিয়ন এসব অঞ্চলে নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে।”
তিনি আরও বলেন, “রুমা ব্যাটালিয়ন শুধু সীমান্ত নিরাপত্তা নয়, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক সহায়তা ও উদ্ধার কার্যক্রমসহ নানামুখী জনকল্যাণমূলক উদ্যোগ পরিচালনা করছে— যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এলাকার বাসিন্দারা বিজিবির এ মানবিক উদ্যোগকে “মানুষের পাশে দাঁড়ানোর প্রকৃত উদাহরণ” হিসেবে অভিহিত করে রুমা ব্যাটালিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, এমন উদ্যোগ পাহাড়ি জনপদে শুধু চিকিৎসাসেবা নয়, বরং নিরাপত্তা, বিশ্বাস ও মানবিকতার বন্ধন আরও দৃঢ় করছে।
What's Your Reaction?
শৈহ্লাচিং মার্মা, রুমা (বান্দরবান) প্রতিনিধি