বিজয়নগর প্রশাসনিক ভবনের শৌচাগারে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, জনভোগান্তি চরমে

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
May 19, 2025 - 14:57
 0  2
বিজয়নগর প্রশাসনিক ভবনের শৌচাগারে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, জনভোগান্তি চরমে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রশাসনিক ভবনের শৌচাগারগুলো দীর্ঘদিন ধরে নিয়মিত পরিষ্কার না করায় সেগুলোতে শ্যাওলা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। চারতলা বিশিষ্ট এই ভবনের অধিকাংশ শৌচাগারে নেই সাবান ও টিস্যুর ব্যবস্থা। এমনকি টিস্যু ফেলার জন্য পর্যাপ্ত ঝুড়িও রাখা হয়নি।

সাধারণ মানুষের জন্য ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বেশিরভাগ শৌচাগার। অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের ব্যবহৃত বাথরুমগুলোর তুলনায় সেবা নিতে আসা সাধারণ মানুষের জন্য নির্ধারিত শৌচাগারগুলো অনেকটাই অবহেলিত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বেশিরভাগ শৌচাগারে টিস্যু এবং টিস্যু ফেলার জন্য নির্দিষ্ট কোনো ঝুড়ি নেই। শৌচাগারের বেসিনগুলো পানি ভর্তি ও নোংরা অবস্থায় পড়ে রয়েছে। অধিকাংশ শৌচাগারের দরজার ছিটকিনি ভেঙে গেছে। ভাঙা বেসিন ও পানির টেপগুলো থেকে অনবরত পানি পড়তে দেখা যায়।

উপজেলা প্রকৌশলী মুহাম্মদ আশিকুর রহমান বিষয়টি স্বীকার করে বলেন, “ক্লিনারদের দায়িত্বে অবহেলা রয়েছে। যত দ্রুত সম্ভব শৌচাগারগুলো পরিষ্কারের ব্যবস্থা করা হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow